মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ নেতারা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আ’লীগের নেতারা Ñযাযাদি
একাদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশী নেতারা। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর: নোয়াখালী: নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। তিনি শনিবার কবিরহাট উপজেলা পরিষদে দলীয় নেতাকমীের্দর সাথে নিয়ে সহকারী রিটানির্ং অফিসারের কাছ থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন বতর্মান এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসূমাত আলা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহসভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ড. তাপস দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা হুসেইন মোহাম্মদ ইসলাম, এবাদত সিদ্দিকী বিপুল, শেখ রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, মেয়র রফিকুল ইসলাম। আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৩ ( আনোয়ারা-কণর্ফফুলী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বতর্মান সাংসদ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহাজাদা মহিউদ্দিন। গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বতর্মান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, আলী আহাম্মদ খান সেলভী, একেএম আব্দুর রফিক, শরীফ হাসান অণু, ড. সামিউল আলম লিটন, মোশের্দুজ্জামান সেলিম, গোলাম মোস্তফা ভিপি বাবুল, নাজনীন আলম, অধ্যক্ষ ডা. মতিউর রহমান, রহুল আমিন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, আবু কাউছার চৌধুরী রন্টি, জ্যোতিকা জ্যোতি ও এম.এ মামুন। মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ও বতর্মান এমপি ড. আ. রাজ্জাক, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাপা, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ধোপাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার (সবুজ), নাট্যাভিনেতা সিদ্দিকুর রহমান এবং আওয়ামী লীগে নেতা মাসুদ রানা।