রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১৬

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বেলুন তৈরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৬ জন দগ্ধ হয়েছে। শনিবার সকালে উখিয়া কতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৫ এ ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) আবুল খায়ের। আহতরা হলেন- আজিজুল হক (১০), আমান উল্লাহ (৮), আল কামা (৯) ও বেলুন তৈরিকারী মোহাম্মদ ইলিয়াছ (২৫), আবু তাহের (১৫), মোহাম্মদ সিরাজ (২৫), জানে হোসেন (১৫), ফয়েজ উল্লাহ (১১), নুর আলম (২৪), মোহাম্মদ জুনায়েদ (৫), আবদুল খালেক (৪), নুর হাসেম (১৪) ও আবদুল খাদের (২০)। বাকিদের নাম পাওয়া যায়নি, তারা সবাই উখিয়া কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদশীর্রা জানায়, শনিবার সকালে উখিয়া কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াছ নামে এক যুবক দুই নম্বার বøকে প্রতিদিনের ন্যায় গ্যাসের মাধ্যমে বেলুন তৈরি করে শিশুদের কাছে বিক্রি করছিল। এ সময় হঠাৎ করে গ্যাস বিস্ফোরণ হয়ে তিনিসহ ১৬ জন রোহিঙ্গা দগ্ধ হন। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ পরিদশর্ক মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। তবে তার মধ্যে চারজনের অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।