দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, ভোগান্তি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। এ বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু ৫০ শয্যা হাসপাতালের কোনো কাযর্ক্রম এখনো শুরু হয়নি। এ হাসপাতালে সবচেয়ে বড় সমস্যা ডাক্তার সংকট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩টি উপস্বাস্থ্য কেন্দ্রে মোট ডাক্তারের পদ রয়েছে ১৮টি। কমর্রত রয়েছেন ১৫ জন। তাদের মধ্যে নানা অজুহাতে ৫ জন প্রেষণে অন্যত্র কমর্রত আছেন। আবাসিক মেডিকেল অফিসারের পদসহ ৩টি পদ খালি রয়েছে। ফলে প্রতিদিন ১০ জন ডাক্তারের উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত থাকেন মাত্র একজন। অভিযোগ রয়েছে, ইন্টানীর্ করতে আসা মেডিকেল অ্যাসিস্টেন্টরা নিজেরা ডাক্তারের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ব্যবস্থাপত্র দেন। এভাবে দিনের পর দিন চলছে এ রকম চিকিৎসা। দেখার যেন কেউ নেই। হাসপাতাল থেকে নামে মাত্র ওষুধ সরবরাহ করা হলেও বাইরে থেকেই সব কিনতে হয়। সাধারণ জনগণ কাক্সিক্ষত কোনো সেবাই পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ছুটতে হচ্ছে তাদের, গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কমর্কতার্ ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ইন্টানীর্ মেডিকেল অ্যাসিস্টেন্টেরা যদি ডাক্তারের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।