ময়নাতদন্ত প্রতিবেদন

শ্বাসরোধে হত্যা করা হয় গৃহবধূ জরিনাকে

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধে গৃহবধূ জরিনা খাতুনকে হত্যা করা হয়। এ হত্যাকাÐকে বিষপানে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার শ্বশুরবাড়ির লোকজন। ময়নাতদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গোয়ালন্দ ঘাট থানায় এ প্রতিবেদন এসেছে। নিহত জরিনা খাতুন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুলাল ব্যাপারী পাড়ার আলমাছ ব্যাপারীর স্ত্রী। এ দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়ে ও ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে। জরিনা ফরিদপুর সদর উপজেলার আকবর আলী মালতডাঙ্গীর ইয়াকুব আলীর মেয়ে। গত ৩ অক্টোবর তার রহস্যজনক মৃত্যু হয়। থানা পুলিশ জানায়, ঢাকা থেকে আসা ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জরিনা খাতুনের মাথার পেছনে শক্ত কোনো কিছু দিয়ে আঘাত হয়েছিল। এতে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়া মুখ চেপে ধরায় তার শ্বাসরোধ হয়ে আসে। মস্তিষ্কে অতিমাত্রায় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। জানা যায়, ২ অক্টোবর রাত ১টার দিকে জরিনা বিষপান করেছেন বলে তার স্বামী আলমাছ ব্যাপারী আশপাশের লোকজনকে খবর দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ৩ অক্টোবর পুলিশ জরিনার লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। তার শ্বশুরবাড়ির লোকজনের দাবী, স্বামী ও সন্তানের সঙ্গে অভিমান করে জরিনা বিষপানের আত্মহত্যা করেছেন।