অবাধে বিক্রি হচ্ছে কারেন্ট জাল

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ধমর্পাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের  ধমর্পাশা উপজেলায় বিভিন্ন হাটবাজারে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বিক্রি হচ্ছে। জানা যায়, উপজেলার ৩৮টি হাওরে কারেন্ট জাল ও মুশুরি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এসব কারেন্ট জাল ধমর্পাশা উপজেলা সদর, বাদশাগঞ্জ বাজার, মধ্যনগর বাজার, গাছতলা বাজার, গোলকপুর, রাজাপুর, জয়শ্রী, মহেষখলা বাজারসহ বিভিন্ন স্থানে বিক্রয় করা হয়। সবচেয়ে বেশি বিক্রয় হয় সাপ্তাহিক হাটের দিনে। জানা গেছে, বৃহস্পতিবার ধমর্পাশা উপজেলা সদর, রোববার বাদশাগঞ্জ বাজার, শনিবার মধ্যনগর বাজার, মঙ্গলবার মহেষখলা বাজারে লাখ লাখ টাকার কারেন্ট জাল বিক্রয় হয়। কারেন্ট ও পোনা জাল দিয়ে অবাধে মাছ নিধন করা হচ্ছে, এতে করে মাছের বংশ দিন দিন হ্রাস পাচ্ছে। মধ্যনগরের মো. কামাল হোসেন জানান, হাটবাজার ইজারাদারগণ থানা পুলিশের যোগসূত্রে কারেন্ট জাল হাটে ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছে। ধমর্পাশা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার বলেন, ‘আমি শুনেছি বাদশাগঞ্জ ও মধ্যনগর বাজারে অবাধে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয় হচ্ছে এ ব্যাপারে মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হবে। যদিও কিছুসংখ্যক মানুষ পোনা ও মশুরি জাল দিয়ে মাছ শিকার করে, এতে মাছের বংশ দিন দিন শেষ হয়ে যাচ্ছে। অবৈধ জাল বিক্রয় ও পোনা মাছ ধরা বন্ধ করতে হবে।’