রাজৈর পুনবার্সনে ভিক্ষুকমুক্ত

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
পুনবার্সনের মধ্য দিয়ে শনিবার থেকে মাদারীপুরের রাজৈর উপজেলা ভিক্ষুকমুক্ত হলো। উপজেলার আসমত আলী খান অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুকদেরকে পুনবাির্সত করা হলো। এ সময় ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, যার জায়গা আছে ঘর নেই- তাদের ঘর এবং যাদের জায়গা ও ঘর নেই তাদেরকে খাস জায়গায় গুচ্ছগ্রাম নিমার্ণ করে ঘর বরাদ্দ দিয়ে পুনবার্সন করবে সরকার। পাশাপাশি তাদেরকে প্রয়োজনে ঋণ দেয়া হবে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।