মাইকিং করে শিক্ষার্থীদের টাকা ফেরত দিল স্কুল কর্তৃপক্ষ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

পাবনা প্রতিনিধি
দৈনিক যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর করোনার টিকা প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে সব শিক্ষার্থীর টাকা ফেরত দেন শিক্ষকরা। বিদ্যালয়ের এয়ার কন্ডিশনার কেনার টাকা পরিশোধ করতে রোববার করোনার টিকা দিতে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে। টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানিয়েছিলেন, টিকা কার্যক্রম পরিচালনায় এসি কেনা বাবদ এক লাখ ১২ হাজার টাকা খরচ হবে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা দিয়ে পরিশোধ করা হবে। এ পরিস্থিতিতে সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে আদায়কৃত টাকা ফেরত দেয়া হয়। বেড়ার ইউএনও সবুর আলী বলেন, টাকা আদায়ের সত্যতা পেয়ে জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন।