সুন্দরগঞ্জের ৩৮ হাজার শিক্ষার্থী পেয়েছে করোনার ভ্যাকসিন

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

ম সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ১২ দিনে ৩৮ হাজার তিনজন শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠান এ টিকাদান কার্যক্রমে অংশ নেয়। আর এই কার্যক্রমে সহযোগিতা করছে উপজেলা স্কাউটের সদস্যরা। উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মো. আহসান হাবীব জানান, শুধু ভ্যাকসিন প্রোগ্রামের সঙ্গে নয়, করোনাকালীন মানুষকে সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মাহমুদ হোসেন মন্ডল বলেন, ১২ দিনে ৩৮ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া নিঃসন্দেহে অনেক কঠিন কাজ ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, কেউ টিকা না পেয়ে থাকলে ভয়ের কারণ নেই। পরবর্তীতে তারা জেলা শহরে গিয়ে টিকা নিতে পারবেন।