রাজধানীর রামপুরায় পিকআপ ও কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার নাম মো. রাজিব হাওলাদার (৩৮)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রিয়ামতি গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে খিলগাঁও সিপাহিবাগ এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই মিজান হাওলাদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রামপুরা বাজার এলাকায় দিয়ে সিএনজি অটোরিকশা চালিয়ে যাওয়ার সময়ে একটি পিক-আপ পেছন দিয়ে ধাক্কা দেয়। সিএনজি চালক নিয়ন্ত্রণ হারালে কিছুক্ষণের মধ্যে আরেকটি কাভার্ডভ্যান চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে সেখান থেকে (চালক) স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd