তিন জেলায় নিহত ৬

সড়ক দুঘর্টনা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
দেশের তিন জেলায় গত শনি ও রোববার সড়ক দুঘর্টনায় শ্রমিকসহ ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর- রংপুর : পল্লীবিদ্যুতের মালামালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোবাইকের সংঘষের্ মারা গেছেন তিন যাত্রী। আহত হয়েছেন আরও তিনজন। রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুঘর্টনা ঘটে। পুলিশ, ফায়ার সাভির্স ও প্রত্যক্ষদশীর্ সূত্র জানায়, বদরগঞ্জগামী পল্লীবিদ্যুতের সরঞ্জামাদিবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে রংপুরগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘষর্ হয়। এতে অটোরিকশাটি পাশের পুকুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সাভির্স নিহতদের লাশ উদ্ধার। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় রোববার সকাল ৭টার দিকে পিকআপ ভ্যানচাপায় জাহাঙ্গীর হোসেন ও শামীম নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। তাদের বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নর জারিলা পোড়াবাড়ি গ্রামে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জহুরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ৬-৭ জন শ্রমিক কাজ শেষে বাড়ির দিকে যেতে ভ্যান/রিকশার জন্য সয়দাবাদ এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যান বেপরোয়াভাবে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর ও শামীম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরাইকেলের ধাক্কায় ওলিউল্লাহ মিয়া নামের ৯৫ বছর বয়সের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, শনিবার জোহরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। রামদের উচ্চবিদ্যালয়-সংলগ্ন বামণডাঙ্গা-রংপুর আন্তঃমহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভতির্ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মারা যান।