গভর্বতী নারীদের অথর্ সহায়তা

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

বিলাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটি পাবর্ত্য জেলার স্থানীয় এনজিও ‘সিআইপিডি’ বিলাইছড়ি উপজেলার গভর্বতী ও দুগ্ধদানকারী নারীদের অথর্ সহায়তা প্রদান করেছে। ‘সাউথ এশিয়ান ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি ইনিশিয়েটিভ’ প্রকল্পের অধীনে সবজি ও হাঁস-মুরগি পালনের লক্ষ্যে শুক্রবার সংস্থার বিলাইছড়ি উপজেলা কাযার্লয়ে এ অথর্ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের ২১টি গ্রামে গভর্বতী ও দুগ্ধদানকারী মোট ৫০ জন নারীকে ৫ হাজার টাকা করে নগদ অথর্ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বিলাইছড়ি ইউনিয়নে ১৭ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ১৮ জন এবং ফারুয়া ইউনিয়নে ১৫ জন নারী অথর্ সহায়তা পেয়েছে। সিআইপিডির উপজেলা ইনচাজর্ সুজন কুমার তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন সংস্থার মনিটরিং এন্ড ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা।