কীটনাশক দিয়ে ধান ক্ষেত নষ্ট করেছে দুবৃর্ত্তরা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় ক্ষতিকর কীটনাশক দিয়ে এক কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুজইল্যাকাটা করইতল্যারচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের ৭ কানি জমির আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন। শনিবার বিকালে চকরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন সুরাজপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী কৃষক দেলোয়ার হোসেন। তিনি দাবী করেন, বোরো মৌসুমে স্থানীয় গোলাম মোস্তফা বাদশার মালিকানাধীন ৭ কানি জমি বগার্চাষী হিসেবে চাষ করে আসছি। গত ১০ অক্টোবর স্থানীয় একদল দুবৃর্ত্ত রাতের অঁাধারে চাষ করা জমিতে ক্ষতিকর কীটনাশক দেয়।