সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপিতে নতুন মুখ ড. মুহিত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ড. এম এ মুহিত
আসন্ন একাদশতম জাতীয় সংসদ নিবার্চনে সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর) বিএনপি প্রাথীর্ হিসেবে সাবেক উপপ্রধানমন্ত্রী প্রয়াত ডা. এম এ মতিনের পুত্র, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড. এম এ মুহিত মনোনয়ন পেতে যাচ্ছেন বলে তৃণমূল নেতাকমীর্রা মনে করছেন। ইতোমধ্যে ড. মুহিত তারেক জিয়ার কাছ থেকে এ ব্যাপারে গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে নেমে পড়েছেন। ‘সি এস এফ গেøাবাল’ নামের একটি আন্তজাির্তক এনজিওর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. এম এ মুহিত গত প্রায় ২০ বছর ধরে বৃহত্তর সিরাজগঞ্জ, বিশেষ করে শাহজাদপুরে ১০ হাজারেরও বেশি ক্যাটারেক্ট অপারেশন সম্পূণর্ বিনামূল্যে করেছেন, যা ১০ হাজারেরও বেশি মানুষকে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে সুস্থ-স্বাভাবিক জীবন ধারণে সহায়তা করেছেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ১০ বছর লন্ডন বিশ্ববিদ্যালয়ে ফুলটাইম শিক্ষক হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালে বাংলাদেশে ফিরে এসে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন। -প্রেস বিজ্ঞপ্তি