ফুলকপির বাম্পার ফলনে লাভবান সবজিচাষিরা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বন্যার পর জমিতে নতুন পলির কারণে এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুলকপির ফলন ভালো হয়েছে। পাশাপাশি বাজারে দামও ভালো থাকায় লাভের মুখ দেখছেন চাষিরা। সব মিলিয়ে এবার ফুলকপি চাষ করে খুশি শাহজাদপুরের কৃষক। কৃষকরা জানান, শাহজাদপুর উপজেলার গাড়াদহ, নরিনা, কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কপি এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তবে তারা জানান, ফলন ভালো হলেও ফুলকপির আকার কিছুটা ছোট হয়েছে। তাছাড়া প্রতিক‚ল আবহাওয়া ও অন্যান্য কারণে উৎপাদন খরচও অন্যবারের চেয়ে একটু বেশি পড়েছে। তবে ভালো ফলন ও দামের কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না। বরং দাম আরেকটু ভালো হলে তারা গত বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। উপজেলার টেপিড় গ্রামের ছানোয়ার নামে এক প্রান্তিক কৃষক বলেন, ‘গত বন্যায় আমাদের সব ফসল নষ্ট হয়। এতে আমরা মারাত্মক ক্ষতির শিকার হই। এবার বন্যা কম হওয়ায় ফুলকপি চাষ করে সে ক্ষতি পুষিয়ে উঠতে পেরেছি।’ শাহজাদপুর উপজেলার সহকারী কৃষি কমর্কতার্ মো. রবিউল ইসলাম বলেন, শাহজাদপুর উপজেলায় এবার প্রায় ৫১৯ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। বাম্পার ফলনের কারণে কৃষকরাও বেশ লাভবান হবেন।