শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপস্নান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামে এ রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।
উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম জানান, সমলয় চাষাবাদের আওতায় প্রায় একমাস ধরে যত্নে বড় করা চারাগুলোকে রাইস ট্রান্সপস্নান্টারের মাধ্যমে মাঠে স্থাপন করা শুরু হলো। কৃষিযান্ত্রিককরণের মাধ্যমে লাভজনক বাণিজ্যিক কৃষির দিকে কৃষকদের উৎসাহ দিতে এ কর্মসূচির হাতে নেওয়া হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd