কালীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরমানকে হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন -যাযাদি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানকে (৪৬) লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোবববার কালীগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ব্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও আল-আমিন দেওয়ানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মজিবুর রহমান, আব্দুল গাফফার, আহাম্মদ আলী, রফিক সরকার, খোরশেদ আলম খান, মনিরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, আ'লীগ নেতা গণি ভূঁইয়াকে অবিলম্বে নিঃশর্তে ক্ষমা চাইতে এবং তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে হবে। উলেস্নখ্য, গত বছরের সেপ্টেম্বরে বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী দুটি জাম গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আব্দুল গনি ভূঁইয়া। এ নিয়ে একটি অভিযোগের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশ করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই গণমাধ্যম কর্মীর ওপর সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে চড়াও হন তিনি।