সৈয়দপুরে হত্যা মামলায় পুরুষশূন্য গ্রাম

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গণপিটুনিতে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় পাশের চিরিরবন্দর থানায় হত্যা মামলার পর পুরুষশূন্য হয়ে পড়েছে গোটা গ্রাম। মৃতু্যর ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপির পশ্চিম বালাপাড়া গ্রামে। এতে ১৫ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ফলে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। গত আটদিন ধরে ওই গ্রামে হাতেগোনা কয়েকজন বয়স্ক নারী, শিশু, স্কুলশিক্ষার্থী ও গবাদিপশু ছাড়া বসতভিটায় কেউ নেই। জানা যায়, ১৪ জানুয়ারি গভীররাতে ওই এলাকার পশ্চিম বালাপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক হোসেন আলীর বাড়িতে তিন চোর প্রবেশ করে। এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে চোর সন্দেহে আটক একজনের ঘটনাস্থলে মৃতু্য হয়। পরদিন শনিবার সৈয়দপুর থানা পুলিশ চিরিরবন্দর উপজেলার ঠাকুরেরহাট জোতরঘু এলাকায় ডালিয়া ক্যানেলে লাশের সন্ধান পায়। নিহত আব্দুর রহমান পঞ্চগড়ের চানপাড়ার মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপির গ্রামপুলিশ আব্দুর রহিম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় নাম উলেস্নখসহ অজ্ঞাত মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও চিরিরবন্দর থানার এসআই তাজুল ইসলাম জানান, গ্রেপ্তার ৩ আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।