এসএসসিতে ৩০০ শিক্ষাথীর্র ফরম পূরণ এখনো অনিশ্চিত!

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
মাধ্যমিক স্কুল সাটিির্ফকেট (এসএসসি) নিবার্চনী পরীক্ষা-২০১৮ তে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৭৯৯ জন শিক্ষাথীর্ অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে অনুত্তীণর্ হয়েছে প্রায় ৩০০ জন শিক্ষাথীর্। মাধ্যমিক শিক্ষা বোডের্র ঘোষণা অনুযায়ী এসএসসি নিবার্চনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীণর্ শিক্ষাথীর্রা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ মো. মোস্তফা কামাল। জানা গেছে, অনুত্তীণর্ শিক্ষাথীর্রা প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির ইচ্ছা অনিচ্ছার ওপর পাবলিক পরীক্ষার চ‚ড়ান্ত পবের্ অংশগ্রহণের সুযোগ পেতো। বেশিরভাগ ক্ষেত্রে এক বা দুই বিষয়ে ফেল করলে নিদির্ষ্ট অঙ্কের টাকা জরিমানা দিলেই নিবার্চনী পরীক্ষায় পাস দেখিয়ে দেয়া হতো। তাই নিবার্চনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীণর্ শিক্ষাথীর্রা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডর্ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। শিক্ষাথীের্দর অভিযোগ, বিদ্যালয়ে শ্রেণি কক্ষে নাম মাত্র পাঠদান করিয়ে শিক্ষাথীের্দর প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। আর প্রাইভেট না পড়লে শিক্ষাথীের্দর অনেক সময় ফেল করানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, সরকারি পরিপত্র মেনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে। এর বাইরে কোনো সুযোগ নেই।