অর্থাভাবে পড়ালেখা অনিশ্চিত মেধাবী রিমুর

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
এবারের এসএসসি পরীক্ষায় ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা গ্রামের দিনমজুর পরিবারের মেধাবী ছাত্রী রিমু জিপিএ-৫ পেয়েছে। কিন্তু গরিব অসহায় পরিবারে জন্ম নেওয়ায় পড়ালেখা করে বড়কিছু হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে তার। বয়সের ভারে তার বাবা মোস্তাফিজুর রহমান (৬৮) আর মজুরি করতে পারেন না। দুই সন্তান-স্বামী নিয়ে চরম বিপাকে পড়েছেন রিমুর মা আসমা আক্তার (৪৫)। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে স্বামী-সন্তানদের মুখে কোনো রকমে দুবেলা-দুমুঠো খাবার জোগান তিনি। জায়গা-জমি বলতে ভিটেমাটিটুকু ছাড়া আর কিছুই নেই তাদের। রিমুর স্বপ্ন পড়ালেখা করে ভালো কোনো চাকরি করে ছোট ভাইয়ের পড়ালেখা ও পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু অভাবের কারণে রিমুর এইচএসসিতে ভর্তির বিষয়টিই হয়ে পড়েছে অনিশ্চিত। তাই রিমুর অসহায় পিতা-মাতা মেয়ের পড়ালেখার জন্য সমাজের সামর্থ্যবানদের কাছে পড়ালেখার ভার অথবা সাহায্যের প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার :০১৭৫৫২৭০৬৪৩ (রিমুর মা)।