এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অথর্ আদায়ের অভিযোগ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় অবস্থিত জজর্ একাডেমী বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অথর্ আদায়ের অভিযোগ এনে বিদ্যালয়ের ২৫জন ছাত্র শনিবার বেলা ১১টার দিকে উপজেলা নিবার্হী কমর্কতার্ মোহাম্মদ জাকির হোসেনের কাযার্লয়ে হাজির হয়ে লিখিত অভিযোগ দিয়েছে। ওই ছাত্ররা জানায়, বিজ্ঞান বিভাগে বোডর্ ফি, কেন্দ্র ফি, ব্যবহারিক ফিসহ ১৮০০ টাকার স্থলে ২৯৫০, ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১৬৮০ টাকার স্থলে ২৮৫০, মানবিক বিভাগে ১৬৮০ টাকার স্থলে ২৭৫০ টাকা নিচ্ছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা মুঠোফোনে বলেন, তিনি অভিযোগের বিষয়টি জানেন না। তবে ফরম পূরণে কম টাকা নিয়েছেন।