নাঈম হত্যায় মোটিভ খুঁজে পায়নি পুলিশ!

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

স্টাফ রিপোটার্র, বগুড়া
বগুড়ায় বেসরকারি পলিটেকনিকের মেধাবী শিক্ষাথীর্ নাঈম ইসলামকে নৃশংস হত্যা মামলার রহস্য উন্মোচন হয়নি। তদন্তকারীরা এখন পযর্ন্ত এর মোটিভ সংক্রান্ত নিভর্রযোগ্য কোনো সূত্র পায়নি। লাশ সারিয়াকন্দি উপজেলা সদর এলাকায় পাওয়া গেলেও পুলিশের দৃঢ় ধারণা অন্য কোথাও তাকে হত্যা করা হয়। তদন্তকারীরা এখন সেই ঘটনাস্থল খুঁজতে তল্লাশি চালাচ্ছে। জবাই ও ছুরিকাঘাত করে হত্যার পর মুখÐলসহ শরীরের একাংশ পুড়িয়ে দেয়ার এই শিউরে ওঠা হত্যা মামলায় পুলিশ তার ৫ বন্ধুকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখিয়েছে। তারা হলো-শ্রাবণ ইসলাম বিশু, শিহাব বাবু, মনিরুজ্জামান মনির, অন্তর ও আতিক। অপরদিকে, শনিবার সকালে পুলিশ নাঈমের ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় ও রক্তমাখা একটি শাটর্ এবং একটি গেঞ্জি উদ্ধার করেছে। এর মধ্যে একটি অন্তত হত্যাকারীদের বলে পুলিশের ধারণা। হত্যাকাÐের পর রক্ত লেগে যাওয়ায় সেগুলো ফেলে দিয়েছিল খুনীচক্রের কেউ। তবে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করলেও নৃশংস এই হত্যাকাÐের অন্যতম সন্দেহভাজন নাঈমেরই সহপাঠি পলাতক সাব্বিরকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হচ্ছে। প্রসঙ্গত, বগুড়ার বেসরকারি পলিটেকনিক বিআইআইটির টেক্সটাইল বিভাগের শেষবষের্র শিক্ষাথীর্ নাঈমের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মরিয়া গ্রামে। শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলা সদরের কঁাচাবাজারসংলগ্ন এলাকায় তার জবাই ও পোড়ানো লাশ পাওয়া যায়।