রাজারহাটে দুই সহস্রাধিক পরিবার পানিবন্দি

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় চরাঞ্চলের প্রায় ২ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবার বতর্মানে পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে রয়েছে। কুড়িগ্রাম পাউবোর এসও আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দুপুর ২টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৮.৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকালের চেয়ে দুপুরে ২০ সি.মিটার বাড়ছে বলে তিস্তা পারের মানুষজন দাবি করেছে। গত ২৪ ঘণ্টায় তিস্তার নদীর চর বিদ্যানন্দ ইউনিয়নের চর তৈয়বখঁাসহ প্রায় ২৫/৩০টি চরাঞ্চলে পানি উঠে পানিবন্দি হয়ে পড়েছে পরিবারগুলো। তারা গবাদি পশু গরু-ছাগল, হঁাস-মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছে। এ ব্যাপারে ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কমর্কার ও ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। তাই তারা সহযোগিতা করছেন। রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম ও উপজেলা নিবার্হী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান বলেন, বন্যাকবলিত এলাকা পরিদশর্ন করে তাৎক্ষণিকভাবে তালিকা প্রণয়নের পর ত্রাণকাজে সহযোগিতার নিদের্শনা দেয়া হয়েছে।