মানবতা কঁাদছে খুমেক হাসপাতালের বারান্দায়

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

খুলনা অফিস
দু’হাতে অন্তত পঁাচটি স্থানে পিটিয়ে ভাঙার চিহ্ন। মাথায় ধারালো কিছুর কোপের আঘাত। গলায় আগুনের ছ্যাকা। পিটুনিতে দু’পায়ের আকৃতি পাল্টে গেছে। সিগারেট খেয়ে ঠেসে ধরা হয়েছে পিঠে। নিমর্মতার নিকৃষ্ট উদাহরণের শিকার স্বামী পরিত্যক্তা রোজিয়া। ২৫ বছর বয়সী রোজিয়া রামপালের দক্ষিণ পালপাড়ার কালাম ফকিরের মেয়ে। পেটের দায়ে রাজধানীর বেইলি রোডে মিলনের বাসায় গৃহপরিচালিকার কাজ নিয়েছিলেন। চা বানাতে ভুল হওয়ায় তার জীবনে নেমে আসে ভয়াবহ নিযার্তন। সারা শরীরে অমানুষিক নিযার্তনের শিকার রোজিয়া খুমেক হাসপাতালে সাজাির্র বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। রোজিয়া বলেন. ঢাকার বেইলি রোডে মিলন সাহেবের বাসায় কাজ করতাম চা বানাতে না পারায় আমাকে প্রায় মারধর করত। এক পযাের্য় তুচ্ছ কারণেই মারধর করত এবং বন্দি করে রাখত। এ দুঃসহ জীবন থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। তবে অভিযুক্ত মিলনের মোবাইলে বুধবার রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিপ করেননি। যার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।