বরেন্দ্র অঞ্চলে আমন রোপণ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আষাঢ়েও দেখা নেই বৃষ্টির

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

আসাদুজ্জামান মিঠু, তানোর
চলছে বষার্কাল। আষাঢ়ের ২১ দিন পেরিয়েছে তবুও বৃষ্টির দেখা নেই বরেন্দ্র অঞ্চলে। বীজতলার মাস পেরিয়ে যাচ্ছে। তাই সময়মতো বৃষ্টি না হওয়ায় ও বীজতলা বয়স হতে থাকায় আমন রোপণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে আউশের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে আমন চাষে প্রস্ততি শুরু করেছিলেন এ অঞ্চলের কৃষকেরা। এজন্য মাঠে মাঠে আমনের বীজতলা তৈরি করছেন তারা। আষাঢ় মাস শুরুর পরপরই জোরেশোরে বীজতলা পরিচযার্ ও সার প্রয়োগ শুরু করেছেন কৃষকেরা। আষাঢ়ের ১২ থেকে ১৫ দিন পরেই বীজতলা থেকে চারা তুলে আমন রোপণ শুরু করবে ক্ষেতে। কিন্তু আষাঢ়ের ২১ দিন পেরোলেও বৃষ্টির দেখা নাই বললেই চলে। ফলে এখন পযর্ন্ত কোনো প্রকার আমন রোপণ করতে পারেনি কৃষকেরা। গত বছরের আমন ধান পানির দরে বিক্রি করে লোকসান গুনতে হয়েছে। সেই লোকসানের বোঝা মাথায় নিয়েই চলতি মৌসুমে আবারও আমন চাষের প্রস্তুতি শুরু করেছেন এই অঞ্চলের কৃষকেরা। চলতি মৌসুমে আমনের প্রস্তুতি শুরুর প্রথমে বৃষ্টির অভাবে হেঁাচট খাচ্ছে এ অঞ্চলের কৃষকেরা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা না পূরণ হলেও আমন চাষের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে। চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৩৫ হেক্টর জমিতে। এর জন্য জেলায় এবার বীজতলা হয়েছে ৩ হাজার ৬৬৭ হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগঁা, নাটোর ও চঁাপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হবে আরো ৩ লক্ষ ৫০ হাজার হেক্টরের ওপরে। এজন্য এ অঞ্চলে বীজতলা হয়েছে ১৮ হাজার হেক্টরের বেশি জমিতে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শুগনা গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে ৩২ বিঘা জমিতে আমন চাষাবাদ করবেন। এই জন্য এক মাস আগে বাড়ির পাশে ৩৫ শতক জমিতে সাদা স্বণার্ জাতের বীজতলায় বীজ রোপণ করেছেন। আষাঢ়ের ২০ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। আমন রোপণ শুরু করতে পারেননি এক বিঘা জমিতে তিনি। রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম জানান, গত বছর আমন চাষ করে দাম না পেয়ে লোকসান গুনতে হয়েছিল। তবুও চলতি মৌসুমে গত বছরের লোকসান মাথায় নিয়ে ৩৫ দিন আগে দেড় বিঘা জমিতে বীজ রোপণ করেছেন। এতে তিনি ২২ বিঘা জমিতে আমন চাষাবাদ করবেন। রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার কৃষক গত বছরের আমনের লোকসান মাথায় নিয়েই চলতি মৌসুমে আমনের বীজতলা তৈরি করে শুধু বৃষ্টির অভাবে বসে রয়েছে। আষাঢ় মাস শুরু থেকে বরেন্দ্র অঞ্চলে বৃষ্টি হয়নি বললেই চলে। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে এ অঞ্চলের হাজার হাজার কৃষকের বীজতলার বীজ বয়স হয়ে যাবে। এদিকে রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপপরিচালক দেব দুলাল ঢালি জানান, সবেমাত্র আমনের মৌসুম শুরু হয়েছে। শ্রাবণ মাস পযর্ন্ত কৃষকেরা আমন রোপণ করতে পারবে। রাজশাহীর তানোর উপজেলা উপ-সহকারী কৃষি কমর্কতার্ সমসের আলী জানান, চলতি মৌসুমে আমন চাষাবাদ করার জন্য জ্যৈষ্ঠ মাসের ২০ তারিখ থেকে বীজতলার কাজ শুরু করেছেন এই অঞ্চলের কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বীজতলায় চারা ভালোই হয়েছে। কিন্তু আষাঢ়ে এ অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা আমন রোপণ করতে পারেনি। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে অঞ্চলের অনেক কৃষকের বীজতলার বীজ বয়সের ভারে গিঁট হয়ে যাবে। তাতে পুনরায় বীজ তৈরি করে আমন রোপণ করতে অনেক দেরি হয়ে যাবে।