চিত্রানদী থেকে বঁাধ অপসারণ

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে মাছ ধরা বঁাধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বঁাধ অপসারণ করা হয়। এ সময় মাছ ধরার (ঘুনি, আটল) সহ বিভিন্ন প্রকার মাছ ধরার যন্ত্রাংশ উদ্ধার করে। এ সময় এসব যন্ত্রে ধরাপড়া কয়েক কেজি ডিম ওলা পুটি. ট্যাংরাসহ দেশীয় মাছ নদীতে অবমুক্ত করেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়। এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কমর্কতার্ সাইদুর রহমান রেজা। তিনি জানান, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছিল চিত্রা নদীতে বঁাধ দিয়ে ডিমওয়ালা দেশীয় মাছ নিধন করা হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযান চালিয়ে বেশ কয়েকটি বঁাধ অপসারণ ও মাছ ধরার যন্ত্রের মধ্যে থেকে ডিমওয়ালা মাছ উদ্ধার করে আবার নদীতে ছেড়ে দিয়েছেন। পযার্য়ক্রমে উপজেলার সব নদী ও খাল থেকে বঁাধ অপসারণ করা হবে।