গোয়ালন্দে পাঁচ ইটভাটায় অভিযান

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা ও অবৈধ ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অফিসের নির্বাহী ম্যাজিস্টেট কাজী তামজিদ আহম্মেদ ও ফরিদপুর জেলার উপ-পরিচালক এ.এইচ.এম রাশেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ অভিযানে গোয়ালন্দ উপজেলার এএনএ ইটভাটাকে ৩ লাখ, একেএফ ইটভাটাকে ৩ লাখ, ডিএসপি ইটভাটাকে ৫ লাখ, সাজি ব্রিকসকে ৩ লাখ ও এমবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটার বিভিন্ন অবৈধ অংশ ভেকু (মাটি কাটার যন্ত্র) দ্বারা ধ্বংস করা এবং পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলার উপপরিচালক এএইচএম রাশেদ বলেন, রাজবাড়ী জেলার যেসব ভোটার কাগজপত্র ঠিক নেই এবং নিয়ম মেনে যারা ইটভাটার কার্যক্রম পরিচালনা করছেন না তাদের প্রতিটি ভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।