ইয়াবা পাচারের দায়ে দুইজনের ১৫ বছরের কারাদÐ

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরের ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পাচারের দায়ে দুইজনকে ১৫ বছর করে কারাদÐ ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদÐের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন। দÐপ্রাপ্তরা হলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার নাসিমুদ্দিনের ছেলে ট্রাকচালক সেলিম রেজা ও মাঈনুল ইসলামের ছেলে চালকের সহকারী হাসান আলী। নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ৪ মে ভোরে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। তল্লাশি চলাকালে ট্রাকের চালকের সিটের নিচে ফ্যানের প্যাকেটের ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও চালকসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে পুলিশ আটককৃত তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে আদালতে চাজির্শট দাখিল করে। দীঘর্ দুই বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক অভিযুক্ত দুইজনকে ১৫ বছর করে কারাদÐসহ ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদÐের আদেশ দেন।