অবশেষে টাকা ফেরত দিলেন মহিলাবিষয়ক কমর্কতার্

প্রকাশ | ০৭ জুলাই ২০১৮, ০০:০০

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
অবশেষে প্রশিক্ষাথীের্দর টাকা ফেরত দিলেন গোদাগাড়ী উপজেলা মহিলাবিষয়ক কমর্কতার্ মাহবুবা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে নিজ অফিস কক্ষে এই টাকা ফেরত দেয়া হয়। গোদাগাড়ী উপজেলায় মহিলাবিষয়ক কমর্কতার্ অধিদপ্তর হতে তিন মাসব্যাপী উপজেলার দরিদ্র মহিলাদের জন্য দজির্ ও বিউটিফিকেশন প্রশিক্ষণ গ্রহণ করে ৪০ জন মহিলা। ১ জুলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণাথীের্দর জন্য সরকারপ্রদত্ত প্রশিক্ষণ ভাতা ৫০ দিনের উপস্থিত দেখিয়ে ভাতা প্রদান করে। এদের মধ্যে প্রশিক্ষণাথীর্রা নিয়মিত উপস্থিত থাকলেও ক্লাসে ১০ মিনিট হতে আধাঘণ্টা দেরি করে গেলে তাদের অনুপস্থিত দেখিয়ে অধিকাংশ শিক্ষাথীর্র টাকা ১০০ টাকা হতে দেড় হাজার টাকা পযর্ন্ত কেটে নেয়। সেই সঙ্গে মহিলাবিষয়ক কমর্কতার্র অসদাচরণ ও কথার্বাতার্ ছিল অশালীন। প্রশিক্ষণাথীর্রা ১ জুলাই টাকা কেটে নেয়ার জন্য তীব্র প্রতিবাদ করলে ওই কমর্কতার্ আরও বেপরোয়া হয়ে অশালীন আচরণ করে। এসবের বিরুদ্ধে পরদিন ২ জুলাই প্রশিক্ষণাথীর্রা প্রতিবাদ জানিয়ে গোদাগাড়ী উপজেলা নিবার্হী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মিডিয়ায় সংবাদও প্রচার হয়। পরে উপজেলা নিবার্হী অফিসার মো. শিমুল আকতার সঠিক তদন্ত করেন। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণাথীের্দর টাকা কেটে নেয়া বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে উপজেলা মহিলাবিষয়ক কমর্কতাের্ক প্রশিক্ষণাথীের্দর টাকা ফেরত দেয়ার নিদের্শ দেন। পরে সব প্রশিক্ষণাথীর্ উপজেলা নিবার্হী অফিসারের সঙ্গে দেখা করে অভিযোগ প্রত্যাহার করে। টাকা ফেরত পাওয়া প্রশিক্ষণাথীর্রা জানান, উপজেলা নিবার্হী অফিসারের দ্রæত পদক্ষেপে তারা টাকা ফেরত পেয়েছেন এবং তারা খুবই খুশি হয়েছেন। এমন ধরনের কোনো কমর্কাÐ আর যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে উপজেলা নিবার্হী অফিসারের শুভদৃষ্টি কামনা করেন।