পাবনায় কোর্ট চত্বরে আইনজীবীদের ওপর হামলা

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনা কোর্ট চত্বরে নির্বাচনী প্রচারণাকালে আইনজীবীদের ওপর হামলা করে মারধর করেছে সন্ত্রাসীরা। এতে ৫ আইনজীবী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে আইনজীবীদের ধাওয়ায় সন্ত্রাসীরা অবস্থা বেগতিক ভেবে দৌড়ে গিয়ে পাবনা পৌরসভায় মেয়রের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে পৌরসভার প্রধান গেট বন্ধ করে দেয়। এ সময় বিপুলসংখ্যক আইনজীবী পৌরসভার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে তাদের আশ্বস্ত করলে বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়। সন্ত্রাসী হামলায় আহত আইনজীবীরা হলেন- সাদিক ফয়সাল, রিজভী শাওন, সানি ইসনাইন রিজভী পস্নাবন, রাশেদুজ্জামান ও আরিফুজ্জামান। এ বিষয়ে পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, কোর্ট চত্বর থেকে ধাওয়া খেয়ে কয়েকজন পৌরসভা চত্বরে আসে। এ সময় হট্টগোল দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরকর্মীরা গেট বন্ধ করে।