সড়ক দুঘর্টনা

পঁাচ জেলায় নিহত ৫

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
পঁাচ জেলায় সড়ক দুঘর্টনায় পঁাচজন নিহত হয়েছেন। রাজশাহীর পুঠিয়ায় এক, রংপুরের তারাগঞ্জে এক, হবিগঞ্জে এক, চুয়াডাঙ্গার জীবননগর এক ও নওগঁার একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ন্যাশনাল ট্রাভেলসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘষের্ ১ জন নিহত ও একজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এই দুঘর্টনা ঘটে। রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার সড়ক দুঘর্টনায় নিঝুম (৫) নামে এক স্কুল াএী নিহত হয়েছেন। সোমবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুঘর্টনাটি ঘটে। সে ঘনিরামপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণির ছাএী ও ঘনিরামপুর গুচ্ছ গ্রামের নুরুলের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদশীর্ সূত্র জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সৈয়দপুর যাচ্ছিল। এ সময় নিঝুম রংপুর-দিনাজপুর মহাসড়ক পারাপারের সময় দুঘর্টনাটি ঘটে। হবিগঞ্জ : হবিগঞ্জে বাস চাপায় সৌরভ আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। সে শহরের মোহনপুর এলাকার ফজলু মিয়ার পুত্র এবং স্থানীয় প্রাইমারী স্কুলের ৪থর্ শ্রেণির ছাত্র। এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা হবিগঞ্জ বাইপাস সড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা’ জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলারের চাকা পামছার হয়ে চালক সাব্বির আহম্মদ (২২) নিহত হয়েছে। সোমবার রাত ২টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে এই দুঘর্টনা ঘটে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নওগঁা : নওগঁার আত্রাইয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে সড়ক দুঘর্টনায় তিন বছরের শিশু হাবিবের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের পাশে এ দুঘর্টনাটি ঘটে। নিহত শিশু হাবিব উপজেলার ভেঁাপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজানুর রহমানের ছেলে।