সৈয়দপুর বিমানবন্দরের স¤প্রসারণ কাজ শুরু

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
আন্তজাির্তক মানে উন্নীত হওয়া ‘সৈয়দপুর বিমানবন্দর’ স¤প্রসারণের কাজ শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রনালয়। সম্প্র্রসারণ কাজের জন্য ইতোমধ্যে জমির পরিমাপ নিধার্রণ করে নিশানা টানানো হয়েছে অন্তভুর্ক্ত এলাকায়। এখন চলছে ভূমি অধিগ্রহণের প্রস্তুতি। নীলফামারী জেলা প্রশাসক কাযার্লয়ের ভূমি শাখা সূত্র জানায়, স¤প্রসারিত করার জন্য ৮৫২ একরেরও বেশি জমি অধিগ্রহণ করতে হচ্ছে কতৃর্পক্ষকে। অধিগ্রহণ করা হবে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ৫৩৫ একর এবং দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলায় ৩১৭ একর জমি। সিভিল এভিয়েশন কতৃর্পক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান জানান, সৈয়দপুর বিমানবন্দরকে চতুথর্ আন্তজাির্তক বিমানবন্দর হিসেবে তৈরি করা হচ্ছে। সরকার এটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায়। জেলা প্রশাসক কাযার্লয়ের ভূমি অধিগ্রহণ কমর্কতার্ আমিনুল ইসলাম বুলবুল জানান, সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ কাজের জন্য ভূমি অধিগ্রহণ বিষয়ে শনিবার বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আজাহারুল ইসলাম, সিভিল সাজর্ন ডা. রণজিৎ কুমার বমর্ণ অংশগ্রহণ করেন।