সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ

ভরণপোষণ দেন না জাপার মনোনয়নপ্রত্যাশী মোস্তফা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দুই সন্তানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে নুজহাতুন নেছা Ñযাযাদি
আসন্ন সংসদ নিবার্চনে জামালপুর-২ আসনে জাতীয় পাটির্র মনোনয়নপ্রত্যাশী মোস্তফা আল মাহমুদের বিরুদ্ধে ভরণপোষণ না দেয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী নুজহাতুন নেছা। মঙ্গলবার দুই ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে রাজধানীতে ক্রাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে আসন্ন নিবার্চনে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি জানান। তবে আলাদা বসবাস করার কথা স্বীকার করলেও ভরণপোষণ না দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ খাতের ব্যবসায়ী মোস্তফা আল মাহমুদ। জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পাটির্র আহŸায়ক মোস্তফা আল মাহমুদ একাদশ সংসদ নিবার্চনে দলের মনোনয়নপ্রত্যাশী। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মোস্তফার স্ত্রী নুজহাতুন অভিযোগ করে বলেন, ‘স্ত্রী, ছেলে-মেয়েদের ভরণপোষণ না দিয়ে কী করে একজন ব্যক্তি এমপি হওয়ার স্বপ্ন দেখে? যিনি নিজের স্ত্রী-সন্তানদের খেঁাজ রাখেন না, সংসদ সদস্য হলে কীভাবে এলাকার মানুষের খেঁাজখবর রাখবেন?’ তিনি বলেন, ১৯৯৯ সালে মোস্তফার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। পরে চীন ও মালয়শিয়ায় বেশ কয়েক বছর বসবাসের পর তারা দেশে ফিরে আসেন। তাদের মেয়ে মুবাশ্বেরা মাহমুদ বুশরা ‘এ’ লেভেল এবং ছেলে ওমর ফারুক ‘ও’ লেভেলে পড়েন। মায়ের সাথে তারাও সংবাদ সম্মেলনে ছিলেন। তিনি বলেন, ‘স্বামী কখনও আমার এবং ছেলে-মেয়েদের ভরণপোষণ ঠিকভাবে দেননি। এর আগে বেশ কয়েকবার আইনের আশ্রয় নিয়ে তার কাছ থেকে কিছু টাকা-পয়সা পেয়েছি। তার ব্যবসা-বাণিজ্য, অথর্সম্পত্তি কী আছে সেই বিষয়ে কখনও আমাকে জানাননি। জানতে চাইলেও তিনি এসব বিষয়ে প্রশ্ন করতে বারণ করেছেন।’ স্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মোস্তফা আল মাহমুদ বলেন, ‘আমি নিবার্চন করি সেটা আমার স্ত্রী চায় না। আমরা আলাদা থাকি ঠিক, কিন্তু স্ত্রী-সন্তানদের ভরণপোষণ প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিই।’ স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে বলেও অভিযোগ আনেন মোস্তফা।