মজাহারুলকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রাথীর্ মজাহারুল হক প্রধানের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের একটি অংশ। সোমবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা দাবি করেন, আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোট অথবা মহাজোটের অন্য কোনো দলের প্রাথীর্ দিলে এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হবে এটা নিশ্চিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৮ সালের নিবার্চনে বিএনপি’র হেভিওয়েট প্রাথীর্ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নিবাির্চত হয়েছিলেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান। গত জাতীয় সংসদ নিবার্চনে পঞ্চগড়-১ আসনে মজাহারুল হক প্রধান আওয়ামী লীগের প্রাথীর্ হলেও শেষমুহ‚তের্ জাতীয় পাটির্ প্রাথীর্ আবু সালেককে মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়। আর দলীয় প্রধানের নিদেের্শ মনোনয়ন প্রত্যাহার করে নেন মজাহারুল হক প্রধান। ওই নিবার্চনে মহাজোটের বিদ্রোহী প্রাথীর্ জাসদের নাজমুল হক প্রধান মহাজোটের প্রাথীর্ আবু সালেককে পরাজিত করে সংসদ সদস্য নিবাির্চত হন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইনবিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবুল, পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোখলেছার রহমান মিন্টু প্রমুখ।