জয়পুরহাট ২ আসনে কে হচ্ছেন মহাজোটের প্রাথীর্

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে কে হচ্ছেন মহাজোটের প্রাথীর্, তা নিয়ে জনমনে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ, মহাজোটের একদিকে আছেন বাংলাদেশ আওয়াী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন অন্যদিকে আছেন জাতীয় পাটির্র কেন্দ্রীয় সদস্য এবং ছাত্রসমাজের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আবুল কাশেম রিপন। জয়পুরহাট-২ আসনের বিভিন্ন হাটবাজার, হোটেল ও রেস্তোরঁা, চায়ের টেবিলসহ জনবহুল স্থানগুলোতে ভোটাররা আলোচনা করছে, দশম জাতীয় সংসদ নিবার্চনে জাতীয় পাটির্ প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত মেনে নিয়ে জয়পুরহাট-২ নিবার্চনী এলাকার ছেলে কাজী মো. আবুল কাশেম রিপন প্রাথির্তা প্রত্যাহার করায় একক প্রাথীর্ হিসেবে ভোট ছাড়াই সংসদ সদস্য নিবাির্চত হন বাংলাদেশ আওয়াী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সেবার কাজী মো. আবুল কাশেম রিপন শেষ পযর্ন্ত নিবার্চনের মাঠে থাকলে ফলাফল অন্যরকমও হতে পারত। অন্যদিকে আবু সাঈদ আল মাহমুদ স্বপন সংসদ সদস্য নিবাির্চত হয়ে এলাকার উন্নয়ন করেছেন। তাই তাকেও খাটো করে দেখার অবকাশ নেই। উদ্ভ‚ত পরিস্থিতিতে জাতীয় সংসদ নিবার্চনে জয়পুরহাট-২ আসনে কে হচ্ছেন মহাজোটের প্রাথীর্, তা জানার জন্য জনগণ উদগ্রীব হয়ে আছেন।