সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৪১ জন

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ জন প্রাথীর্। প্রতিটি আসনেই একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। মঙ্গলবার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ পযর্ন্ত দলের ৪১ জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে দলীয় সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ ) কণ্ঠশিল্পী কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান টি এম তহজিবুল এনাম তুষার, ও একে এম জাকির হোসেন। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার সহধমির্ণী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় গ্রামসরকার বিষয়ক সহসম্পাদক সাইফুল ইসলাম শিশির, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর,গোলাম মোস্তফা ও রাকিবুল আলম মিঞা অপু। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গার একাংশ) আসনে সাবেক এমপি আকবর আলী, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিমকি ইমাম, শরফুদ্দিন মঞ্জু, সাবেক এমপি অ্যাড. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির আহŸায়ক কাজী কামাল, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ও জাহিদুল ইসলাম মিষ্টার। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাবেক এমপি মেজর (অব) মঞ্জুর কাদের, জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাবেক এমপি শহীদুল্লাহ খানের ভাতিজা গোলাম মওলা খান বাবলু, কেন্দ্রীয় তঁাতীদলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, চৌহালী উপজেলা বতর্মান চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান মাহফুজা খানম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান ও শামসুল হুদা।