চার জেলায় নিহত ৪

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
বান্দরবান-কেরারীহাট সড়কে পযর্টকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি টিলারের ওপর উঠে যায় -যাযাদি
চার জেলায় সড়ক দুঘর্টনায় চারজন নিহত হয়েছেন। পাবনার সঁাথিয়ায় এক, রাজশাহীর পুঠিয়ায় এক, গাজীপুরের শ্রীপুরে এক এবং বান্দরবানে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : সঁাথিয়া (পাবনা) : চিনাখড়া বাজারে এক সড়ক দুঘর্টনায় রাশেদুল (২৫) এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণাহাটা গ্রামের আবু বকরের ছেলে। উপজেলার মাধপুর হাইওয়ে পুলিশের ইনচাজর্ আবদুল খালেক জানান, সোমবার সকালে চিনাখড়া বাসস্ট্যান্ডে শ্যামলী কাউন্টারে টিকিট কাটার জন্য আসছিল সে। কাশিনাথপুর থেকে পাবনাগামী গ্রিন লাইন নামের একটি বাস দ্রæতগতিতে এসে রাশেদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুঠিয়া (রাজশাহী) : পৃথক সড়ক দুঘটর্নায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পবা হাইওয়ে ফঁাড়ির ইনচাজর্ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিরালদহ মাজার এলাকায় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১১-৮৮২২) এর পেছনে ধাক্কা লেগে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে রাজু (২৫) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মাসুদ (২৫) গুরুতর আহত হয়ন। শ্রীপুর (গাজীপুর) : বানিয়ারচালা এলাকায় মঙ্গলবার ভোর ৬টায় কাভাডর্ ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপচালক সোহাগ মিয়া (২৯) নিহত হয়েছেন। নিহত সোহাগ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ আবদার গ্রামের আবুল কাশেমের ছেলে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে মুরগি বহন করে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার উদ্দেশে রওনা হয়। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালা বাজারে সামনে থাকা কাভাডর্ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এ ঘটনাটি ঘটে। বান্দরবান : পযর্টকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাজু (৪২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন পযর্টক। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বান্দরবান-কেরারীহাট সড়কের কসাইপাড়া এলাকায় পযর্টকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি টিলারের ওপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়ির হেলপার মো. রাজু (৪২) নিহত হন।