মধুপুরে জনপ্রিয় হয়ে উঠছে হা-ডু-ডু

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মধুপুরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে জাতীয় খেলা হা-ডু-ডু Ñযাযাদি
টাঙ্গাইলের মধুপুরে ফের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে জাতীয় খেলা হা-ডু-ডু। উপজেলার বিভিন্ন গ্রামে রাতের বেলায় অনুষ্ঠিত এ খেলা উপভোগ করছেন হাজারো ক্রিড়ামোদী নারী, পুরুষ ও শিশুরা। এলাকার মোড়ে মোড়ে, বাজারের কাছে অথবা জনবহুল স্থানে রাতের বেলা এ হা-ডু-ডু খেলার আয়োজন করছেন স্থানীয় তরুণ ও যুব সমাজ। মধুপুর পৌর এলাকার এক নম্বর ওয়াডের্র গোসাইবাড়ী বাজারের পাশে প্রতি রাতে ৩২টি দল নিয়ে হা-ডু-ডু খেলা চলছে। এতে রেফারির দায়িত্ব পালন করছেন শহরের পত্রিকা ব্যবসায়ী সহিদ মুন্সি। এ বিষয়ে কাউন্সিলর মাহিন খান জানান, অনেকদিন ধরেই খেলাটি চলছে। তার মতে, এ খেলাটি গ্রামীণ জনগণের নিমর্ল আনন্দ ও বিশুদ্ধ বিনোদন জোগাচ্ছে।