বাগেরহাটে দুই নারীর লাশ উদ্ধার

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের দুটি উপজেলা থেকে পৃথকভাবে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফকিরহাট ও চিতলমারী উপজেলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া এলাকার প্রবাসী সুজন ফকিরের স্ত্রী রুমানা বেগম (২৪) এবং চিতলমারী উপজেলা থেকে উদ্ধার হওয়া অপরজন নারী অজ্ঞাত (৫৫)। অজ্ঞাত ওই নারীর লাশ চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, ওই নারী পাগলবেশে কিছুদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করে চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. একরাম হোসেন জানান, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। অপরদিকে ফকিরহাট উপজেলার ছোট বাহির দিয়া গ্রামে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রী রুমানা বেগমের লাশ উদ্ধার করে ফকিরহাট থানা পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মগের্ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে কোনো চোরেরদল চুরি করতে এসে রুমানাকে শ্বাসরোধে হত্যা করে ঘর থাকা নগদ টাকা ও স্বণার্লংকার চুরি করে। ওই রুমানা ছোট বাহিরদিয়া গ্রামের আজিজুর রহমানের মেয়ে এবং প্রবাসী সুজন ফকিরের স্ত্রী।