মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মনুমেন্ট ও বিশ্রামাগ্রার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি -যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরে পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে নির্মিতব্য মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন র. আ. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসক) মোলস্না মোহাম্মদ শাহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান (নাছিমা মুকাই আলী), উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ ইরফান উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা প্রমুখ। উলেস্নখ্য, মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ ৮৮ হাজার টাকা।