বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে শুকনো খাবার বিতরণ

শেরপুর প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শেরপুরে দুস্থ ও হতদরিদ্রদের শুকনো খাবার বিতরণ করেন সদর ইউএনও মেহনাজ ফেরদৌস -যাযাদি

শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত শুকনো খাবার ৩ শতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের দুস্থ ও অসহায় ১৫০ জন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫০ জনের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া ও আধা কেজি নুডলসহ প্রতিজনের মাঝে সাড়ে ১৬ কেজি করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে