আটপাড়া পলস্নী বিদু্যৎ সমিতির পরিচালক পদ বাতিলের অভিযোগ

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা পলস্নী বিদু্যৎ সমিতির পরিচালক পদে সৈয়দ মো. মাকসুদুল হককে মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার পরিচালক পদ বাতিল করার জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ড মাকসুদুল হককে মনোনীত করায় গত শনিবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার পরিচালক পদ বাতিল করার জন্য আটপাড়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজারের মাধ্যমে জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ড কর্তৃক (আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর ও কলমাকান্দা) উপজেলার পরিচালক পদে সৈয়দ মো. মাকসুদুল হককে মনোনীত করা হয়। সৈয়দ মো. মাকসুদুল হক একজন বিএনপি-জামায়াত পরিবারের সন্তান হওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধি তার পদ বাতিলের জন্য জোর দাবি জানান। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কবীর বলেন, 'মনোনীত ব্যক্তি বিএনপি-জামায়াত পরিবারের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকায় তার পদ বাতিলের জন্য নেত্রকোনা পলস্নী বিদু্যৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।' নেত্রকোনা পলস্নী বিদু্যৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, 'আটপাড়া জোনাল অফিসে অভিযোগ দাখিলের বিষয়টি আমি শুনেছি। আমার কাছে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।'