তিন জেলায় চার লাশ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় গত দুইদিনে চারটি লাশ উদ্বার করা হয়েছে। নওগঁায় দুই নারীর, পাবনার সুজানগরে এক বৃদ্ধ এবং ঠাকুরগাঁওয়ে এক হাজতির লাশ উদ্বার করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : নওগঁা : আত্রাই ও রানীনগর উপজেলার রেল লাইনের পাশ থেকে ১৮ ঘন্টার ব্যবধানে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা পাবর্তীপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি আত্রাই রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় রেলপথের উপর দঁাড়িয়ে থাকা ওই নারী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অপরদিকে রানীনগর এলাকার চকের ব্রীজনামক স্থানে রেল লাইনের উপর এক মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসি । খবর পেয়ে জিআরপি থানা পুলিশ রোববার রাত ৮টা দিকে লাশ উদ্ধার করে মগের্ পাঠিয়েছে। এই ব্যাপারে থানায় দুটি পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পযর্ন্ত ওই দুই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি । সুজানগর (পাবনা) : পৌর শহরের ভবানীপুর (নন্দিতা পাড়া) সুদের টাকা না পেয়ে কাশিনাথ হালদার (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৯ টারদিকে এ ঘটনা ঘটে। নিহত কাশিনাথ হলদার মৃত সন্নাসী হালদারের ছেলে। সুজানগর সাকেের্লর সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে, ময়না তদন্তের জন্য লাশ পাবনা মগের্ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ২ জন কে আটক করা হয়েছে। ঠাকুরগঁাও : জেলার কারাগারে (৫২) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কারাগারের জেলার জানান, মঙ্গলবার সকালে ভোরে সিড়ি থেকে পড়ে যায় ধমর্ নারায়ন। পরে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধমর্ নারায়ন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মৃত দেব নারায়নের ছেলে। তার পরিবারের লোকেরা দাবি করে বলেন, হাজতের ভিতরে টচার্র করে মারা হয়েছে ধমর্ নারায়নকে।