আমরণ অনশনে ১৭ রাবি শিক্ষাথীর্ অসুস্থ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রাবি সংবাদদাতা
দুটি বিভাগ একীভ‚তকরণের দাবিতে চলা রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফলিত পদাথর্ বিভাগের শিক্ষাথীের্দর আমরণ অনশনে ১৭ জন অসুস্থ হয়ে পড়েছে। তবে দাবি আদায় না হওয়া পযর্ন্ত এ কমর্সূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষাথীর্রা। এদিকে বিভাগ একিভ‚ত হবে কি হবে না সে বিষয়ে বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ^বিদ্যালয় প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন কমর্সূচি পালন করছেন ফলিত পদাথর্ বিভাগের শিক্ষাথীর্রা। এ কমর্সূচিতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়েছেন। তারা রাতেও এখানে অবস্থান করেছিলেন। অনশনরত অসুস্থ শিক্ষাথীের্দর মাঝে স্যালাইন দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থদের বিশ^বিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে রাত ৩টা পযর্ন্ত বিশ^বিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু আন্দোলনরত শিক্ষাথীের্দর সঙ্গে দফায় দফায় কথা বলেন এবং অনশন কমর্সূচি তুলে নেয়ার জন্য অনুরোধ জানান। তবুও শিক্ষাথীর্রা সেখান থেকে ওঠেন নি। আন্দোলনরত শিক্ষাথীর্ মুন্না হোসাইন বলেন, রাত-দিন ২৪ ঘন্টা এখানে অবস্থান করব। তবে ১৭ জন শিক্ষাথীর্ অসুস্থ হয়ে পড়েছে। যতক্ষণ দাবি আদায় না হবে একজন শিক্ষাথীর্ও সুস্থ থাকা পযর্ন্ত এ কমর্সূচি অব্যাহত থাকবে। এদিকে এপিইই শিক্ষাথীের্দর বিপরীত পাশে বিভাগ একীভ‚তকরণের বিপক্ষে ক্লাস-পরীক্ষা বজর্ন করে প্রতিদিনের মত মঙ্গলবার সকাল থেকে অবস্থান কমর্সূচি অব্যাহত রেখেছে ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাথীর্রা। এ বিষয়ে বিশ^বিদ্যালয় প্রকৌশল অনুষদের ডিন একরামুল হামিদ বলেন, আমাদের সিদ্ধান্ত বিশ^বিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। সিদ্ধান্ত নিবেন তারা। এদিকে বিশ^বিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, এ বিষয়ে বিশ^বিদ্যালয় একাডেমিক মিটিংএ সিদ্ধান্ত নেওয়া হবে।