চবির হল থেকে খালেদার নাম মুছে দিল ছাত্রলীগ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের সিদ্ধান্ত ছাড়াই আবাসিক হল থেকে খালেদা জিয়ার নাম ফলক তুলে দিয়েছে ছাত্রলীগ নেতা-কমীর্রা। মঙ্গলবার বিকালে চবি হলের নাম ‘দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ’ পরিবতর্ন করে সেখানে ‘বীর প্রতীক তারামন বিবি হল’ এর সাইনবোডর্ টাঙিয়ে দেয়ার দাবি জানান তারা। এ ব্যাপারে চবি ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আবু তোরাব পরশ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো প্রমাণিত দুনীির্তবাজ, জঙ্গিদের পৃষ্ঠপোষক, অশিক্ষিত ব্যাক্তির নামে হল থাকবে না। তাই চবি ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিমাতা,এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার নাম মুছে দেয়া হলো। মঙ্গলবার থেকে এই হলের নাম-বীর প্রতীক তারামন বিবি হল। তবে প্রশাসনের অনুমতি ছাড়া নাম পরিবতর্ন করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, মৌখিকভাবে আবেদন জানিয়েছেন পরে লিখিতভাবে চিঠি দেয়া হবে। খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. আবুল কাসেম বলেন, এমন ঘটনার বিষয়ে শুনেছেন। তবে তিনি ক্যাম্পাসে ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী জানিয়েছেন, নামফলক মুছে দেওয়ার কথা তারা শুনেছেন। তবে তিনি কোন আবেদনপত্র পাননি।