ফুলছড়িতে কুকুরের টিকাদান কাযর্ক্রম

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নিমূের্লর লক্ষ্যে জেলায় ব্যাপক হারে কুকুরের মধ্যে টিকাদান কাযর্ক্রম সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা মঙ্গলবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতার্ ডাক্তার রফিকুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কমর্কতার্ ডা. আবুল কালাম শামসুদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, এমডিভির সুপারভাইজার কাওছার আহম্মেদ, আসমাউল ইকবাল মৃদুল, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদ প্রমুখ।