কুড়িগ্রামে জলাতঙ্ক নিমূের্ল সভা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নিমূের্ল কুকুরকে টিকাদান কমর্সূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সাজর্ন ডা. এসএম আমিনুল ইসলাম। সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কমর্কতার্ ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী কমর্কতার্ আমিন আল পারভেজ, পৌরমেয়র আব্দুল জলিল, স্বাস্থ্য অধিদপ্তরের র‌্যাবিস কন্ট্রোল কনসালটেন্ট ডা. সৌরব হোসেন প্রমুখ। এই কমর্সূচির আওতায় জেলার ৯টি উপজেলায় ১৬৩টি টিম সম্ভাব্য ২০ হাজার ৪শ’ কুকুরকে টিকাদান কমর্সূচির আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে।