পাইকগাছায় ফ্রি চিকিৎসা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

খুলনা অফিস
খুলনার পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে সমৃদ্ধি কমর্সূচির আওতায় ২৭৫জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২৫জনকে ছানী অপারেশনের জন্য যশোর আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পযর্ন্ত সংস্থার নিজস্ব কাযার্লয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেয়া হয়। উদ্বোধন করেন সংস্থার সহকারী নিবার্হী পরিচালক এ্যান্টানি বিশ্বাস। উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মো. শামীম উদ্দীন খান, প্রশাসন ও মানবসম্পদ কমর্কতার্ ম্যানিলা বিশ্বাস। অপরদিকে, সকাল ১০টায় সংস্থার কাযার্লয়ে ১০০ জনকে বয়স্ক ভাতা ও ১জন প্রবীনকে ভরণ পোষণ বাবদ ৪ হাজার টাকা প্রদান করা হয়।