মেহেরপুর পৌর আ'লীগ সভাপতি বুলবুল সম্পাদক জুয়েল
প্রকাশ | ১০ মে ২০২২, ০০:০০
ম মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল। ইকবাল হোসেন বুলবুল আগে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে দীর্ঘ ১৮ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার বিকালে মেহেরপুর পৌর টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক হওয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পারভিন জাহান কল্পনা, সদস্য অ্যাডভোকেট গেস্নারিয়া ঝর্ণা সরকার এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের প্রশাসক গোলাম রুসুল।