হত্যার বিচার দাবিতে বীরগঞ্জের সড়কে লাশ রেখে বিক্ষোভ

প্রকাশ | ১৮ মে ২০২২, ০০:০০

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নজরুল ইসলাম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের ফলে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়েছে দাবি করেছেন নজরুলের পরিবারের লোকজন। হত্যার বিচার চেয়ে সড়কে লাশ রেখে বিক্ষোভ করেছেন স্বজনরা। নজরুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের রফিকুল ইসলাম খাঁ'র ছেলে। সোমবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নজরুলের মামা আবু বক্কর সিদ্দিক কালু জানান, বৃহস্পতিবার সকালে একই এলাকার ইয়াসিন আলীর ভুট্টা ক্ষেতে গিয়ে পরিত্যক্ত ভুট্টা সংগ্রহ করছিলেন মানসিক প্রতিবন্ধী নজরুল ইসলাম। এতে জমির মালিক ইয়াসিন আলী ক্ষিপ্ত হয়ে তাকে কয়েক দফা মারধর করেন। গুরুতর অবস্থায় শনিবার তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নজরুল ইসলাম মারা যান।