ঝিনাইদহ হাসপাতালে লিফটে আটকে পড়াদের উদ্ধার

প্রকাশ | ১৮ মে ২০২২, ০০:০০

ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটে আটকে পড়া নারী শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার দিকে। আধ ঘণ্টা আটকে থাকার পর ৯৯৯ এ কল পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটের মাধ্যমে উপরে রোগীদের কাছে যাচ্ছিল স্বজনরা। এ সময় কিছুটা উপরে ওঠার পর পর তিনটা ধাক্কা দিয়ে হঠাৎ লিফটটা আটকে যায়। এ সময় ভিতরে থাকা নারী-পুরুষ ও শিশুরা বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এর মধ্যে একজন ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। লিফটে আটকে থাকা সাংস্কৃতিক কর্মী ইকরামুল হক লিকু জানান, সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে একটি রোগী দেখতে গিয়েছিলেন। লিফটে উঠলে কিছুক্ষণের মধ্যেই ঝাঁকি দিয়ে আটকে যায়। লিফটের ভেতরে ইমারজেন্সি নাম্বার দেখে ফোন দিলে বলে 'এখন আমার ডিউটি নেই, আমি কি করতে পারি।' এমন সময় একটি ছেলে ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সবাইকে বের করে আনে।